উন্নয়ন

আঞ্চলিক করিডোর উন্নয়নে ৮ বিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

আন্তর্জাতিক ডেস্ক, ধূমকেতু বাংলা: আঞ্চলিক করিডোরের উন্নয়নে আরও ৮ বিলিয়ন ডলার দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এশীয় উন্নয়ন ব্যাংকের রিজিওনাল করিডোর অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় এই অর্থায়ন করছে এডিবি।

সোমবার (১৩ ডিসেম্বর) এডিবির স্বাধীন মূল্যায়ন বিভাগ (আইইডি) থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এডিবি জানিয়েছে, সদস্যভুক্ত ৬৮টি দেশ  সহজ শর্তের এই ঋণ ব্যবহার করে আঞ্চলিক করিডোর উন্নয়ন করেছে। কনসেশনাল এ ঋণে সুদের হার ২ শতাংশ। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণে এই ঋণ ব্যবহার করা হয়েছে।

এডিবি আঞ্চলিক অবকাঠামো উন্নয়নে আরও ৫ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ ও অনুদান প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়াও এডিবি ২ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার কো-ফাইন্যান্সিং করবে।

এডিবির আইইডি মহাপরিচালক ইমানুয়েল জিমেনেজ জানান, জিএমএস প্রোগ্রাম দেখিয়েছে যে, কীভাবে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা উন্নত করা যায়। সমবেতভাবে এই কর্মসূচির সুবিধা নিতে পারে দেশগুলো। আঞ্চলিক করিডোরে উভয় দেশ লাভবান হবে।

আরো পড়ুন:

তুরস্কে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উদ্বোধন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *