উৎসব-পার্বণ

আজ শ্যামাপূজা

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ‘কালীপূজা’ বা ‘শ্যামাপূজা’ আজ বৃহস্পতিবার। একই সঙ্গে আজ উদযাপিত হবে শুভ দীপাবলি উৎসব।

সম্প্রতি শারদীয় দুর্গাপূজার সময় কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ, মন্দিরসহ হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুরের ঘটনার প্রেক্ষাপটে এবারের শ্যামাপূজা উদযাপন নতুন মাত্রা পেয়েছে। সাম্প্রদায়িক অপশক্তির সাম্প্রতিক সন্ত্রাস ও নিরাপত্তাহীনতাজনিত পরিস্থিতিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামাপূজায় দীপাবলি উৎসব বর্জন করার ঘোষণা দিয়েছে।

একই সঙ্গে সংশ্নিষ্ট মন্দির-মণ্ডপ কর্তৃপক্ষের ইচ্ছা অনুযায়ী প্রতিমা বা ঘটে শ্যামাপূজা আয়োজন এবং পূজার একাধিক দিনের অনুষ্ঠান পরিহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আজ সন্ধ্যা ৬টা থেকে ৬টা ১৫ মিনিট পর্যন্ত কালো কাপড়ে মুখ ঢেকে দর্শনার্থী ও ভক্তরা মন্দির-মণ্ডপে নীরবতা পালন করবেন। মন্দির-মণ্ডপের প্রবেশমুখে টাঙানো হবে কালো কাপড়ে ‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াও’ শীর্ষক সহিংসতাবিরোধী স্লোগান সংবলিত ব্যানার।

অন্যদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিরাপত্তামূলক আলোকবাতি ছাড়া আলোকসজ্জা ও উৎসবও পরিহার করতে বলা হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এসব প্রতিবাদী কর্মসূচির সঙ্গে সংহতি ও একাত্মতা জানিয়েছে। এ অবস্থায় আজ রাতে মণ্ডপে মণ্ডপে শ্যামা দেবীর পূজা আয়োজিত হবে। পাশাপাশি প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত প্রভৃতি কর্মসূচিও রয়েছে।

রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শ্যামাপূজা উদযাপিত হবে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে রাতে পূজা হবে। তবে দীপাবলি উৎসব বর্জন করার পাশাপাশি উদযাপন পরিষদের অন্যসব নির্দেশনা এবং কর্মসূচিও পালন করা হবে।

আরো পড়ুন:

অযোধ্যায় সাড়ে ৯ লাখ প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *