মাতৃভূমি

আজ রাষ্ট্রপতির সঙ্গে যে দুই দলের সংলাপ

ডেস্ক প্রতিবেদন, ধূমকেতু বাংলা: নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে সোমবার (২৭ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে তরিকত ফেডারেশন ও খেলাফত মজলিস নামে ২টি ইসলামিক সংগঠন সংলাপে বসবে।

এইদিন বিকেল ৪টায় তরিকত ফেডারেশন এবং সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিসের সঙ্গে বঙ্গভবনে এ সংলাপ হওয়ার কথা রয়েছে।

এর আগে একটি স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে গত ২০ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ ৫ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। এর আগে আগামী ২০ জানুয়ারির মধ্যে নতুন সার্চ কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি।

আরো পড়ুন:

ইসি গঠনে রাষ্ট্রপতিকে ৭ দফা প্রস্তাব দিলেন ন্যাপ নেতৃবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *