শিক্ষা ও সাহিত্যস্বাস্থ্য

আজ থেকে ঝিনাইদহে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: ঝিনাইদহে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকালে সদর পৌরসভার সম্মেলন কক্ষে ফাইজারের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মজিবর রহমান। এ কর্মসূচি চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত।

এসময় পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. সেলিনা বেগমসহ স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের করোনার সংক্রমণ থেকে দূরে রাখতে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। সদর উপজেলার ৮টি কলেজের ২ হাজার ৫’শ ২৮ জন শিক্ষার্থীদের টিকা প্রদান করা হচ্ছে। টিকা দেওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা।

আরো পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মোপযোগী শিক্ষা দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *