আজ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস
আজ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস। একাত্তর সালের আজকের এই দিনে বাঙালি নিজের অধিকার আর অস্তিত্বকে পতাকা উত্তোলনের মাধ্যমে তুলে ধরেছিল বিশ্বের সামনে। সেই থেকেই স্বাধীনতা আর সার্বভৌমত্বের প্রতীক হয়ে আছে লাল-সবুজের পতাকা।
পতাকা মানেই তো দেশ। লাল-সবুজের জমিনজুড়ে বাংলাদেশ। রক্ত-ত্যাগ-ইতিহাস ও ভালোবাসার স্মারক এ পতাকা; কেউ কাউকে দেয়নি তো। অর্জন করে নিতে হয়েছে বাঙালি জাতিকে।
অস্তিত্বের মর্মজুড়ে থাকা পতাকা, স্বাধীন-স্বার্বভৌমত্বের প্রতীক পতাকা একই সূত্রে বেঁধে রেখেছে বাঙালিকে।