শাহরুখ খানের সঙ্গে এক ছবিতে কাজ করতে কে না চায়! আর সেই সুযোগ না পেয়ে প্রবল আফশোসও করেন কত জন! সেই তালিকায় যে ‘রঙ্গিলা গার্ল’ও আছেন, জানতেন?
‘তনহা তনহা ইনহা পে জিনা..’ সাগরতটে পায়ে পায়ে ছুটছেন স্বল্পবসনা সুন্দরী। নব্বইয়ের দশকে- এই জনপ্রিয় গানে বুঁদ হননি, এমন বলিউড প্রেমী পাওয়া ভার। ‘রঙ্গিলা গার্ল’-এর প্রেমে তখন হাবুডুবু খেত একটা গোটা প্রজন্ম। সেই ঊর্মিলা মাতোন্ডকর নিজে আজও বয়ে বেড়ান মস্ত এক আফশোস! বলিউডের ‘বাদশা’র সঙ্গে সে ভাবে কাজ করাই হল না তাঁর!
‘মাসুম’ ছবিতে শিশুশিল্পী হিসেবে প্রথম বলিউডে পা। লাস্যময়ী ঊর্মিলাকে জহুরির চোখে চিনেছিলেন রামগোপাল বর্মা। আমির খান, জ্যাকি শ্রফের সঙ্গে ‘রঙ্গিলা’ তাঁকে আর ফিরে তাকাতে দেয়নি। ‘জুদাই’, ‘সত্য’, ‘কউন’, ‘পিঞ্জর’, ‘প্যায়ার তুনে কেয়া কিয়া’- একের পর এক হিট ছবিতে লাস্যের পাশাপাশি অভিনয়েও নজর কেড়েছিলেন তৎকালীন বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। কাজ করেছেন একাধিক মরাঠি, তেলুগু, তামিল ছবিতে।