আইন আদালতমাতৃভূমি

আগাম জামিন চেয়েছেন প্রথম আলো সম্পাদক

নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: রাজধানীর রমনা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

রবিবার (২ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। আজ সকাল সাড়ে ১০টায় প্রশান্ত কুমার কর্মকার জামিন আবেদন করেন।

এর আগে বুধবার (২৯ মার্চ) রাতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়। রাজধানীর রমনা থানায় করা এই মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকেও আসামি করা হয়েছে। এছাড়া আসামিদের মধ্যে ‘সহযোগী ক্যামেরাম্যান’সহ অজ্ঞাতনামা ব্যক্তিরাও রয়েছেন। এই মামলার বাদী আইনজীবী আবদুল মালেক যিনি নিজেকে হাইকোর্টের আইনজীবী হিসেবে পরিচয় দেন।

মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ আনেন আব্দুল মালেক। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ৩১ ও ৩৫ ধারায় মামলাটি দায়ের করা হয়।

এম/ আই. কে. জে/

আরো পড়ুন:

বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *