আন্তর্জাতিকসর্বশেষ

আগামী ২৪ ঘণ্টা অনেক গুরুত্বপূর্ণ – ইউক্রেন প্রেসিডেন্ট

আগামী ২৪ ঘণ্টা অনেক গুরুত্বপূর্ণ – ইউক্রেন প্রেসিডেন্ট

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনালাপে রবিবার গভীর রাতে বলেছেন, আগামী ২৪ ঘণ্টা অনেক গুরুত্বপূর্ণ – ইউক্রেন প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রবিবার গভীর রাতে এ বিষয় জানিয়েছেন।

সেনা কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার সেনারা প্রায় সব দিক দিয়ে গোলাবর্ষণ চালিয়ে যাওয়ায় গতকাল রবিবার ইউক্রেনের সেনাবাহিনীর জন্য ছিল এক ‘কঠিন সময়’।

আরেক গুরুত্বপূর্ণ ঘটনায় রাশিয়ার প্রতিবেশী মিত্রদেশ বেলারুশ সেদেশে পারমাণবিক অস্ত্র রাখা অনুমোদন করে ভোট দিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পরমাণু অস্ত্র ব্যবস্থা ‘উচ্চ সতর্ক অবস্থায়’ রাখার পর এ ঘটনা ঘটল।

এ পরিস্থিতিতে জাতিসংঘ আজ সোমবার ১৯৩ সদস্য দেশকে নিয়ে একটি জরুরি বিশেষ অধিবেশনে বসবে।

এদিকে, কঠোর নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে রুশ মুদ্রা রুবেলের দাম ডলারের বিপরীতে আরো নেমে গেছে।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *