প্রচ্ছদ

আগামী সপ্তাহে বৈঠকে বসছেন পুতিন-বাইডেন

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মস্কো টাইমস।

ক্রেমলিনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ইউরি উসাকভের বরাতে প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে এক ভিডিও বৈঠক অনুষ্ঠিত হতে পারে পুতিন ও বাইডেনের মধ্যে। করোনার কারণে এই বৈঠক ভার্চুয়্যালি হবে।

তবে ঠিক কবে এই বৈঠক আয়োজিত হবে সে সম্পর্কে নিশ্চিত কিছু জানাননি ইউরি উসাকভ।

চলমান ইউক্রেন সঙ্কট নিয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সঙ্গে রাশিয়ার দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এই বৈঠক হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইউরি উসাকভ জানিয়েছেন, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার পরই বৈঠকের চূড়ান্ত সময় জানিয়ে দেওয়া হবে।

এদিকে ইউক্রেন পরিস্থিতি নিয়ে গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ সুইডেনের স্টকহোমে বৈঠক করেন।

আরো পড়ুন:

ইরানের পরমাণু সমঝোতার বিকল্প প্রস্তাব মানবে না রাশিয়া

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *