স্বাস্থ্য

আগামী মাসে আসছে সিরামের ২০ লাখ ও কোভ্যাক্সের এক লাখ করোনা টিকা

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: টিকার সংকট দেখা দেওয়ায় মে মাসের প্রথম সপ্তাহে প্রায় ২১ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। আজ রোববার (২৫ এপ্রিল) বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত এক সভায় সাংবাদিকদের এই কথা জানান অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম।

আরোও পড়ুন: করোনা আক্রান্তদের জন্য অক্সিজেনের বিকল্প যন্ত্র “অক্সিজেন কনসেনট্রেটর”

তিনি জানান, “ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে পাওয়া যাবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক উদ্যোগ ‘কোভ্যাক্স’ থেকে পাওয়া যাবে ফাইজার-বায়োএনটেকের এক লাখ ডোজ।”

তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক অধ্যাপক আলম বলছেন, “অ্যাস্ট্রাজেনেকার টিকাটাই আমরা আশা করছি। আমাদের ঘাটতির যেটুকু সম্ভাবনা, ২০ লাখ ডোজ, তা আমাদেরকে বেক্সিমকোর উচ্চতম মহল জানিয়েছেন যে, তারা এই টিকা এর মধ্যেই এনে দেবেন।” তিনি বলেন, “কোভ্যাক্সের টিকাটা আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদের দেবে বলে বলেছে। ওখানে ফাইজারের এক লক্ষ ডোজ দেয়ার কথা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *