নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: ২০২২ সালের বিজয় দিবসে যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকী।
রোববার (১২ ডিসেম্বর) মেট্রোরেলের ট্রায়াল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এম এ এন সিদ্দিকী বলেন, আগামী বছরের এপ্রিলের মধ্যে সবকটি মেট্রোরেল স্টেশন পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে। এরপর টিকিট কাউন্টার, যাত্রীদের স্টেশনে ওঠা-নামার ব্যবস্থাসহ অন্যান্য কাজ শেষ করা হবে।
জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার আগে বেশ কয়েকবার সার্বিক বিষয়ে ট্রায়াল দেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে আজ (রোববার) যাত্রী ছাড়াই প্রথমবারের মতো উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় ১১ দশমিক ৭৩ কিলোমিটার চলেছে স্বপ্নের মেট্রোরেল।
জানা গেছে, সর্বোচ্চ ১৫ কিলোমিটার গতিতে ট্রেনটি দিয়াবাড়ি থেকে আগারগাঁও রেল স্টেশনে পৌঁছায়। পথে ৯টি স্টেশন অতিক্রম করে ট্রেনটি। কোনো কোনো স্থানে ট্রেনের গতি ছিল ১৫ কিলোমিটারেরও কম।
এর আগে উত্তরা ডিপো থেকে মিরপুর-১০ নম্বর এলাকা পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছিল।
উল্লেখ্য, দেশের প্রথম মেট্রোরেল নির্মাণ হচ্ছে রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা।
আরো পড়ুন: