নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ছুটিসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।বুধবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় ভিডিও কনফারেন্সে সব বিচারপতিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান।
তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি ফুলকোর্ট সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।
সুপ্রিম কোর্টে আগামী বছরের ছুটির ক্যালেন্ডার অনুমোদন, অধস্তন দেওয়ানী আদালতে ডিসেম্বরের অবকাশকালীন ছুটি ও আগামী বছরের অবকাশকালীন ছুটির বিষয়ে সিদ্ধান্ত নিতে এ সভা ডেকেছেন প্রধান বিচারপতি।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তির ভাষ্যমতে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে নিম্ন লিখিত আলোচ্য সূচির ওপর আলোচনা করে সিদ্ধান্ত নিতে বুধবার বিকেল ৪টায় ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্য সূচি হলো- বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২০২২ সালের বাৎসরিক ছুটি সম্বলিত ক্যালেন্ডার অনুমোদন, অধস্তন দেওয়ানী আদালতগুলোর ২০২১ সালের ডিসেম্বর মাসের অবকাশকালীন ছুটি, অধস্তন দেওয়ানী আদালতগুলোর ২০২২ সালের অবকাশকালীন ছুটি বিষয়ক এবং বিবিধ।
আরো পড়ুন:
মিথ্যা তথ্য দিয়ে সঞ্চয়পত্র কিনলে পেতে হবে শাস্তি