রাজনীতি

আওয়ামী লীগের সম্মেলনে নেটওয়ার্ক বিপর্যয়

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে সম্মেলনস্থলে রবি, বাংলালিংক ও এয়ারটেলের নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে। এ সময় গ্রামীণফোন সিম ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) নেটওয়ার্ক বিপর্যয়ের কথা জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ভুলু ও সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সভাপতি প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা কমিটির সহসভাপতি সফিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আলোচনার শীর্ষে রয়েছে। সাধারণ সম্পাদক পদে নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হক মিলন, নুরুল হুদা পাটওয়ারী রয়েছেন। এ ছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নিয়ম রক্ষার আরও বেশ কিছু প্রার্থী রয়েছেন। নুর উদ্দিন চৌধুরী নয়ন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক।

স্থানীয় নেতাকর্মীরা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে সম্মেলনের কার্যক্রম উদ্বোধনের কথা থাকলেও কেন্দ্রীয় নেতারা জেলা স্টেডিয়াম এসে পৌঁছাননি। ভোর থেকেই কেন্দ্রীয় নেতাদের অপেক্ষায় রয়েছেন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা।

উল্লেখ্য, সবশেষ ২০১৫ সালের ৩ মার্চ জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রায় ৭ বছর ৮ মাস পর মঙ্গলবার (২২ নভেম্বর) সম্মেলনের আয়োজন করা হয়েছে। সকাল ১০টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মেলনের উদ্বোধন করবেন। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বিশেষ অতিথি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, প্রধান বক্তা যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *