ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন সাকিব আল হাসান। নিয়েছেন পাঁচ উইকেট। এমন পারফরম্যান্সের পর আইসিসি থেকে সুখবর পেলের সাকিব।

বুধবার (৭ ডিসেম্বর) ওয়ানডে বোলারদের নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। এতে সাত ধাপ উন্নতি হয়েছে সাকিবের। ৬৪৭ রেটিং পয়েন্টে উঠে এসেছেন নবম স্থানে। আর ৬৪২ রেটিং পয়েন্টে দশে রয়েছেন টাইগারদের সেরা বোলিং অস্ত্র মোস্তাফিজুর রহমান। আটে আছেন ফর্মে থাকা মেহেদী হাসান মিরাজ

৭৫২ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। দুইয়ে ও তিনে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক। এ ছাড়া চারে ম্যাট হেনরি, পাঁচে শাহিন শাহ আফ্রিদি, ছয়-সাতে রশিদ খান ও অ্যাডাম জাম্পা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *