শিক্ষা ও সাহিত্য

আইসিসিআর নতুন ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ভারতীয় হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) এর নতুন ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার হাইকমিশনের চ্যান্সেরি প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশের প্রায় ৩০০ নির্বাচিত শিক্ষার্থীর প্রতিনিধিত্বকারী হিসেবে প্রায় ৬৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এতে অংশ নেন বলে হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী অনুষ্ঠানে আইসিসিআর ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা নিতে আইসিসিআর বৃত্তির জন্য ঢাকার ১৭০ জন, চট্টগ্রামের ৩২ জন, রাজশাহীর ২২ জন, সিলেটের ২০ জন ও খুলনার ১৬ শিক্ষার্থী নির্বাচিত হন।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে প্রায় ৭৪ শতাংশ পুরুষ ও ২৬ শতাংশ নারী।

আইসিসিআর কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি স্তরে বিভিন্ন কোর্স করার সুযোগ পায়। আইসিসিআর বৃত্তি বাংলাদেশে বেশ জনপ্রিয় এবং প্রায় ৪ হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী এ পর্যন্ত এ বৃত্তি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *