আকর্ষণীয় সব ফিচার নিয়ে বিশ্ব বাজারে উন্মোচিত হয়েছে এযাবৎ কালের সবচেয়ে শক্তিশালী সিরিজ আইফোন-১৩। আর দেশের মানুষের হাতে বিশ্বসেরা ফোনটি তুলে দিতে প্রি-বুকিং অফার নিয়ে এসেছে অনলাইন শপ সেলেক্সট্রা। যেকোনো ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে প্রি-বুকিং দেওয়া যাবে।
প্রি বুকিং দিলে মিলবে তিনটি বিশেষ উপহার- টি শার্ট, মগ ও চার্জিং অ্যাডাপ্টার। রয়েছে ৩৬ মাস পর্যন্ত সুদবিহীন ইএমআই সুবিধা। মাত্র ১০ হাজার টাকা দিয়েই প্রি-বুক করা যাবে সেলেক্সট্রায় (www.salextra.com.bd/apple-1)।
আইফোন-১৩ তে উন্নত ব্যাটারি পারফরম্যান্সের পাশাপাশি থাকছে অ্যাপলের ডিজাইন করা ফাইভ-কোর জিপিইউ এ১৫ বায়োনিক চিপ। এছাড়া আইফোন-১৩ প্রো এবং আইফোন-১৩ প্রো ম্যাক্সে থাকছে প্রো-মোশান সমৃদ্ধ সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। মসৃণ এবং টেকসই ডিজাইনের আইফোন-১৩ ও আইফোন-১৩ মিনি’তে রয়েছে ডুয়াল ক্যামেরা সিস্টেম। ৪ জিবি র্যামের প্রতিটি মডেলেই থাকছে ১২৮ ও ২৫৬ গিগাবাইট মেমোরি। এছাড়া রয়েছে এক টেরাবাইট স্টোরেজ সুবিধা।