তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি

আইফোনের ক্যামেরায় রোগীর চোখ পরীক্ষা করলেন চিকিৎসক

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: আইফোন ১৩ প্রো মডেলের স্মার্টফোনের নতুন সুবিধাগুলোর একটি ক্যামেরায় ম্যাক্রো মোডের সংযোজন। এতে ফোকাস ঠিক রেখে খুব কাছের বিষয়বস্তুর ছবি ও ভিডিও ধারণ করা যায়।

বেশির ভাগ ব্যবহারকারী সেটি প্রাকৃতিক কিছুর ছবি তুলতে ব্যবহার করেন, যেমন শিশিরবিন্দু কিংবা ছোট্ট পিঁপড়া। তবে চিকিৎসক টমি কর্ন তাঁর রোগীর চোখ পরীক্ষায় কাজে লাগিয়েছেন আইফোনের নতুন ম্যাক্রো মোড।

আইফোন ১৩ প্রো ম্যাক্স ব্যবহার করে কীভাবে রোগীর চোখ পরীক্ষা করলেন, তা লিংকডইনে জানিয়েছেন এই চক্ষু বিশেষজ্ঞ। ক্যামেরার নতুন মোডের সাহায্যে চোখের খুঁটিনাটির ছবি তুলেছেন তিনি। এরপর ছবি দেখে ঠিক করেছেন পরবর্তী করণীয়।

টমি কর্নের ওই রোগীর চোখের কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে। সব ঠিকঠাক আছে কি না, তা নিয়মিত পরীক্ষা করে দেখা জরুরি বলেও জানিয়েছেন তিনি।

টমি কর্ন লিখেছেন, ‘চোখের ম্যাক্রো ছবি তোলার জন্য এই সপ্তাহে আইফোন ১৩ প্রো ম্যাক্স ব্যবহার করছি। চমৎকার।’ সঙ্গে মজা করে যোগ করেছেন, এই প্রো-ক্যামেরায় একটি ফোনকল করার অ্যাপও আছে!

নতুন সুবিধাটি কীভাবে টেলিমেডিসিনে কাজে লাগানো যায়, তা নিয়ে আরেক চক্ষু বিশেষজ্ঞ জেফরি লুইসের সঙ্গে আলোচনা করেন টমি।

আইফোন ১৩ প্রোতে নতুন ক্যামেরা মোড থাকলেও ম্যাক্রো ছবি তোলার জন্য বিশেষায়িত লেন্স রাখেনি অ্যাপল। এর বদলে ‘প্রো’ মডেলগুলোতে নতুন প্রযুক্তির আলট্রা-ওয়াইড লেন্স যুক্ত করেছে, যেটি দিয়ে এফ ১.৮ অ্যাপারচারে ছবি তোলা যায়। এই লেন্সটির ফিল্ড অব ভিউ ১২০ ডিগ্রি। আইফোনের ম্যাক্রো মোডে দুই সেন্টিমিটার ব্যবধানের বিষয়বস্তুর ছবিও তোলা যায়।

আরো পড়ুন:

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *