আইপিএল ১৫তম আসরে প্রত্যাশিত পারফরমেন্স নেই যাদের
কোটি টাকার লিগ হিসেবে পরিচিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ১৫তম আসরে প্রত্যাশিত পারফরমেন্স নেই যাদের তাদের নিয়ে এবার অনেক কথা উঠেছে। আইপিএলের এবারের ১৫তম আসরে বেশকিছু অভিজ্ঞ এবং উঠতি তারকাকে অনেক বেশি পারিশ্রমিকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
প্রত্যাশার চেয়ে বেশি পারিশ্রমিকে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হলেও এমন বেশকিছু খেলোয়াড় আছে যারা আশান্বিত পারফরমেন্স করতে পারেননি এবারের আইপিএলে।
মহেন্দ্র সিং ধোনি: আইপিএল ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক ধরা হয় মহেন্দ্র সিং ধোনিকে। চেন্নাই সুপার কিংসের তিনবারের শিরোপাজয়ী এই অধিনায়ককে এবার ১২ কোটি রুপিতে ধরে রেখেছে চেন্নাই। এত বেশি পারিশ্রমিক নিয়েও দলের হয়ে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি ধোনি। ১৪ ম্যাচে অংশ নিয়ে মাত্র ২৩২ রান করেন। ধোনির নেতৃত্বাধীন চেন্নাই এবার প্লে-অফের আগেই আইপিএল থেকে বিদায় নেয়।
বিরাট কোহলি: সাম্প্রতিক সময়ে অফ ফর্মে রয়েছেন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। তাকে এবারের আইপিএলে ১৫ কোটিতে ধরে রেখেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এতে বেশি পারিশ্রমিক পাওয়া সত্ত্বেও ১৪ ম্যাচে মাত্র ৩০৯ রান করেছেন ভারতের সাবেক অধিনায়ক।
নিকোলাস পুরান: ক্যারিবীয় এই তারকা ব্যাটসম্যানকে ১০ কোটি ৭৫ লাখে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এবারের আইপিএলে ১৪ ম্যাচে অংশ নিয়ে সংগ্রহ করেছেন মাত্র ৩০৬ রান। আশান্বিত পারফরম্যান্স করতে পারেননি এই ক্যারিবীয়।
প্রসিদ্ধ কৃষ্ণা: ভারতীয় এই ক্রিকেটারকে ১০ কোটিতে দলে নেয় রাজস্থান রয়্যালস। এবারের আইপিএলে ১৪ ম্যাচে অংশ নিয়ে ১৫ উইকেট শিকার করেন তিনি।
লকি ফার্গুসন: নিউজিল্যান্ডের এই তারকা পেসারকে ১০ কোটিতে কিনে নিয়েছিল গুজরাট টাইটানস। ১২ ম্যাচে অংশ নিয়ে মাত্র ১২ উইকেট শিকার করেন কিউই এই ফাস্ট বোলার।
দীপক চাহার: ভারতীয় এই তারকা ক্রিকেটারকে ১৪ কোটিতে দলে নেয় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। কিন্তু চোটাক্রান্ত হওয়ার কারণে এবারের আইপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তার।