ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু ডটকম: আইপিএল খেলতে সাকিব আল হাসানের সঙ্গে গত রবিবার রাতেই সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। কিন্তু ভিসা জটিলতায় এক দিন পিছিয়ে যায় বাঁহাতি এ পেসারের যাত্রা। অবশেষে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলতে গতকাল রাতে দেশ ছেড়েছেন তিনি।

গতকাল সন্ধ্যায় মুস্তাফিজ বলেছেন, ‘ব্যাগ রেডি করছি। আজ (গতকাল) রাতেই যাচ্ছি। সবার কাছে দোয়া চাই, যেন ভালো খেলতে পারি।’ দুবাই পৌঁছে কোয়ারেন্টাইন শেষে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন তিনি। গত মে মাসে করোনার কারণে ভারতের মাটিতে স্থগিত হয়েছিল আইপিএল। পরে বাকি অংশ আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে আইপিএল। আসন্ন টি-২০ বিশ্বকাপও হবে আমিরাতে। তাই এ টুর্নামেন্টে খেলে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে পারবেন সাকিব-মুস্তাফিজ।

প্রথম পর্বে অবশ্য রাজস্থানের হয়ে দারুণ পারফর্ম করেছেন কাটার মাস্টার। দলটির নির্ভরযোগ্য বোলারও তিনি। ৭ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। সাম্প্রতিক ফর্ম বিচারে এবারও রাজস্থানের একাদশে নিয়মিত দেখা যেতে পারে মুস্তাফিজকে।

আরও দেখুন:

৭ নম্বর জার্সি পেয়ে কাভানিকে ধন্যবাদ জানালেন রোনালদো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *