আইপিএল আসরে ধোনির ব্যাটিং
আইপিএল আসরে ধোনির ব্যাটিং দেখে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা। ভারতের সাবেক অধিনায়ক নিয়মিত না খেললেও কলকাতার বিপক্ষে দলের ব্যাটিং বিপর্যয় রুখেছেন তিনি। আর ধোনির এমন ব্যাটিং দেখে অবাক দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।
কলকাতার বিপক্ষে প্রথম ম্যাচেই হেরেছে গতবারের আইপিএল চ্যাম্পিয়নরা। তবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ধোনির ব্যাটিং দেখে মুগ্ধ দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় এবি ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ‘ধোনির সিদ্ধান্তে আমি অবাক নই; বরং খুশিই হয়েছি। দীর্ঘদিন নেতৃত্বের দায়িত্ব সামলেছেন তিনি। ওকে দেখে মনে হয় কাজটা কত সহজ! কিন্তু আসলে একদমই তা নয়। একজন অধিনায়ককে বহু ঘুমহীন রাত কাটাতে হয়। বিশেষ করে যখন ফল ভালো হয় না।’
এবি ডি আরও বলেন, ‘ধোনি এখন কীভাবে ক্রিকেট উপভোগ করে, সেটা দেখার জন্য মুখিয়ে রয়েছি। সেই বড় বড় ছয় নিশ্চয়ই আবার দেখতে পাব। ওকে এখন আর কৌশল নিয়ে বেশি ভাবতে হবে না। দলের ছেলেদের ওপর নজর রাখতে হবে না। ক্রিকেটবিশ্ব ওর সেরাটা আবার দেখতে পাবে।’