আইপিএলে বাটলারের ইতিহাস
আইপিএলে বাটলারের ইতিহাস তৈরী হলো। দুর্দান্ত ফর্মে রয়েছেন রাজস্থান রয়্যালসের ইংলিশ তারকা জস বাটলার। গতকাল তার ব্যাটে চড়ে ২০০৮ সালের পর এই প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে উঠে গেছে রাজস্থান রয়্যালস। পুরো টুর্নামেন্টে আলো ছড়ানো বাটলার গতকাল খেলেছেন ৬০ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ রাজস্থানের ক্রিকেট পরিচালক কুমার সাঙ্গাকারা।
বাটলারের ব্যাটিং প্রসঙ্গে সাঙ্গাকারা বলেন, ‘আমার মনে পড়ে না আইপিএল ইতিহাসে কেউ এমন ব্যাটিং করেছে কি না। তাঁর হাতে অনেক স্ট্রোকস। খেলাটাকে খুব ভালো বুঝে সে। ছন্দে থাকলে বাটলারকে আর থামানোর কোনো পথ নেই। যেকোনো সময় রানের গতি বাড়িয়ে ফেলতে পারে সে। ’
ফাইনালের আগপর্যন্ত ১৬ ম্যাচে ১৫১ স্ট্রাইকরেট ও ৫৯ গড়ে ৮২৪ রান করে ফেলেছেন বাটলার। এই আসরে চার সেঞ্চুরির সঙ্গে হাঁকিয়েছেন চারটি ফিফটিও। রবিবার (২৯ মে) ফাইনালে মুখোমুখি গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে বাটলার আরো একটি বিস্ফোরক ইনিংস খেলতে পারেন কিনা সেটিই দেখার বিষয়।