Select Page

আঁধারে ছিলাম এই আমি

আইয়ুব বাচ্চু

ব্যান্ডঃ এল আর বি

আঁধারে ছিলাম এই আমি
আঁধারে এখনো আছি
আমার আছো একটা তুমি
তোমার মাঝেই বাঁচি
আমি ভালোবাসি আঁধার
আর ভালোবাসি তোমায়

বহুদিনের দূরে থাকায়
হয়তো অচেনা আমি
বিষাদ ভেজা আবেগ নিয়ে
তাই কি ভালোবাসোনি
তবু আছো আমার স্বপনে
স্বপ্নময়ী হয়ে

কখনো যদি ডাকো আমায়
অভিমানী ভুলের শেষে
জেনে রেখো আসবো আমি
রাতজাগা পাখীর বেশে
শুধু আছো তুমি অযতনে
রেখোনা আমায় দূরে