ডেস্ক প্রতিবেদন, ধূমকেতু বাংলা: ই-কমার্স জায়ান্ট অ্যামাজনকে প্রায় ২০০ কোটি রুপি জরিমানা করেছে ভারত। ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তি ইস্যুতে ভারতের কমপিটিশন কমিশন অব ইন্ডিয়া (সিসিআই) এ জরিমানা করেছে।
এক বিবৃতিতে সিসিআই জানিয়েছে, দুই বছর আগে ফিউচার কুপনস প্রাইভেট লিমিটেডের সঙ্গে অ্যামাজন একটি চুক্তি করে। ওই চুক্তি আপাতত স্থগিত করা হয়েছে। ২০১৯ সালে ফিউচার গ্রুপ ও অ্যামাজনের মধ্যে হওয়া চুক্তিতে ছিল একাধিক ভুল। সেখানে গোপন করা হয়েছিল অনেক তথ্য।
এদিকে, জরিমানার বিষয়ে মুখ খোলেনি অ্যামাজন। কমিশনের প্রতিবেদন খতিয়ে দেখবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে, এই বছরেরই ৯ই ডিসেম্বর অ্যামাজনকে ১২৮ কোটি মার্কিন ডলারের রেকর্ড জরিমানা করেছে ইতালির বাজার পর্যবেক্ষক সংস্থা অ্যান্টিট্রাস্ট। প্রতিযোগিতাবিমুখ কর্মকাণ্ডের অভিযোগে তাদেরকে এই জরিমানা করা হয়।
আরো পড়ুন:
অ্যাপল বিশ্বের প্রথম ৩ ট্রিলিয়ন কোম্পানি হতে চলেছে