প্রচ্ছদ

অ্যাপলের ৬৩৭৫ কোটি টাকার শেয়ার পেলেন টিম কুক

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ১০ বছর পূর্ণ হওয়ায় ৫০ লাখ শেয়ার পেয়েছেন টিম কুক। তবে বেশির ভাগ শেয়ারই তিনি বিক্রি করেছেন। যার বাজার মূল্য প্রায় ৭৫ কোটি ডলার (৬৩৭৫কোটি টাকা)।

বিবিসির সংবাদ অনুযায়ী, অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের কাছ থেকে দায়িত্ব নেওয়ার সময়ই এটি চুক্তির অংশ ছিল। ২০১১ সালের ২৪ আগস্ট প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব থেকে সরে দাঁড়ান অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস। বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডটির দায়িত্ব হস্তান্তর করেন টিম কুকের কাছে। অসুস্থ স্টিভ জবস এর ছয় সপ্তাহ পরই মারা যান। টিম কুক এর আগে চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

দায়িত্ব পরিবর্তনে পর এই ১০ বছরে অ্যাপলের শেয়ারের দাম ১২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আইফোন, আইপ্যাড এবং ম্যাকবুকের এই কোম্পানির বাজারমূল্য এখন প্রায় আড়াই ট্রিলিয়ন ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *