পর্যটন ও পরিবেশস্বাস্থ্য

অস্ট্রেলিয়া টিকাপ্রাপ্ত ভিসাধারীদের প্রবেশের অনুমতি দেবে

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: করোনার পূর্ণডোজ টিকা নেওয়া ভিসাধারীদের অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।

চলতি বছরের ১ ডিসেম্বর থেকে এই সুবিধা দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

মরিসন জানান, পূর্ণডোজ টিকা নেওয়া বিদেশি ছাত্র, ব্যবসায়ী ও শরণার্থীদের অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দিতে বিধি আরও শিথিল করা হবে।

তিনি জানান, অস্ট্রেলিয়া আগামী ১ ডিসেম্বর থেকে দক্ষিণ কোরিয়া ও জাপানের টিকা নেওয়া পর্যটকদেরও তার দেশে প্রবেশের অনুমতি দেবে।

এর আগে করোনার কারণে ২০২০ সালের মে মাসে অস্ট্রেলিয়া তার আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দেয়। তারা সীমিতসংখ্যক নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দিচ্ছিল।

আরো পড়ুন:

পর্যটকদের জন্য ভারত উন্মুক্ত হল ২০ মাস পর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *