প্রচ্ছদ

অস্ট্রেলিয়ায় হদিস মিললো প্রায় দেড় হাজার পা-বিশিষ্ট বিরল প্রাণীর!

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: অস্ট্রেলিয়ার একটি স্বর্ণের খনি থেকে স্বর্ণ উত্তোলনের সময় হদিশ পাওয়া গেলো এমন একটি প্রাণীর যার পায়ের সংখ্যা প্রায় দেড় হাজার। সঠিক অঙ্কে, ১ হাজার ৩০৬টি পা। পৃথিবীতে এর আগে এতগুলি পায়ের কোনও প্রাণীর আবিষ্কার হয়নি।

সদ্য আবিষ্কৃত প্রাণীটিকে বিজ্ঞানীরা বলেছেন, ‘বিবর্তনের ইতিহাসের দুর্লভ একটি রত্ন।’

এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘সায়েন্টিফিক রিপোর্টস’। জানা যায়, মৃত এমন ৪টি প্রাণীর হদিশ মিলেছে পশ্চিম অস্ট্রেলিয়ার ‘গোল্ডফিল্ডস-এসপের‌্যান্স রিজিওন’-এ। তাদের সঙ্গে পাওয়া গিয়েছে আরও চারটি প্রায় একই প্রজাতির প্রাণী। মৃত অবস্থায়। তাদের পায়ের সংখ্যা যদিও অতগুলি নয়।

যেখানে এদের সন্ধান মিলেছে সেই এলাকায় রয়েছে প্রচুর সোনার খনি। রয়েছে আরও বহু আকরিকের খনিও। যাদের মধ্যে রয়েছে লিথিয়াম ও ভ্যানাডিয়ামের মতো খুব দুর্লভ খনিজও।

আরো পড়ুন:

৩৬০ ডিগ্রি ঘুরছে যে মাছের চোখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *