অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন আর নেই
হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন আর নেই! এ যেন বিনা মেঘে বজ্রপাত!
মাত্র ৫২ বছর বয়সে এই মহাতারকার জীবনাসান হলো! অস্ট্রেলিয়ান শীর্ষ গণমাধ্যম ‘ফক্স ক্রিকেট’ এই তথ্যটি নিশ্চিত করেছে। এদিকে আজ সকালেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আরেক অজি কিংবদন্তি রডনি মার্শ।