নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে আজ বুধবার (১৪ জুলাই, ২০২১) দ্বিতীয় দিনের মতো রান্না করা খাবার, শুকনা খাবার এবং স্বাস্থ্য-সামগ্রী বিতরণ করেছে ডিজিটাল গণমাধ্যম ‘ধূমকেতু বাংলা’ (www.dailydhumketu.com) ।
আজ রাজধানীর তেজগাঁও বস্তি এলাকা, সাতরাস্তা, কারওয়ানবাজার রেলগেট ও মধুবাগ এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন ধূমকেতু বাংলার টিম। ত্রাণসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল- খিচুড়ি, ডিম, পানি, বিস্কুট, চিপস, সার্জিক্যাল মাস্ক এবং সাবান। বিতরণ টিমের নেতৃত্ব দেন ধূমকেতু বাংলার সম্পাদক ও প্রকাশক খোকন কুমার রায়।
এর আগে মঙ্গলবার (১৩ জুলাই) রাজধানীর হাতিরঝিল এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে ধূমকেতু বাংলা।
লকডাউনের মাঝে অসহায়দের সাহায্যে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।