প্রচ্ছদ

অলিম্পিক স্বর্ণপদক জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত আসছেন ঢাকায়

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: বঙ্গবন্ধু পঞ্চম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে ঢাকায়। আগামী ২৭ থেকে ৩১ অক্টোবর ছয় দেশ নিয়ে হবে এই প্রতিযোগিতা।

টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রিও অলিম্পিকে স্বর্ণপদক জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিটা মামুন।

আজ (শনিবার) ঢাকা ক্লাবে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার লোগো উন্মোচন করেন।

জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন প্রতিযোগিতা নিয়ে নানান তথ্য দেন।

এবারের আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে নেপাল, শ্রীলঙ্কা, ভারত, উজবেকিস্তান ও পকিস্তান। ছয় দেশের ৬৭ জিমন্যাস্টসহ কোচ জাজেজ ও অফিসিয়াল মিলিয়ে প্রায় ১৭০ জন অংশগ্রহণ করছেন।

তিন ক্যাটাগরিতে (পুরুষ সিনিয়র ও জুনিয়র এবং নারী) ২২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।

তিনটি ইভেন্টে বাংলাদেশের ১২ জিমন্যাস্ট অংশগ্রহণ করবেন।

আরো পড়ুন:

বাংলাদেশিসহ বিশ্বের শ্রেষ্ঠ ৫ মুসলিম বিজ্ঞানীকে পুরস্কৃত করল ইরান

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *