খেলাধুলা

অলিম্পিকে ৯৭ বছরের অপেক্ষা ঘুচল ফিলিপাইনের

ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু ডটকম: ১৯২৪ সাল থেকে অলিম্পিকে অংশ নিচ্ছে ফিলিপাইন। গত ৯৭ বছরে ১০টি পদক জিতলেও সোনা ছিল না একটিও। সেই আক্ষেপটা গতকাল মেটালেন হিদিলিন দিয়াজ। মেয়েদের ভারোত্তোলনে ৫৫ কেজি ওজন শ্রেণিতে সোনা জেতেন ৩০ বছরের দিয়াজ।

স্ন্যাচে ৯৭ কেজি আর ক্লিন অ্যান্ড জার্কে ১২৭ কেজিসহ মোট ২২৪ কেজি তুলে বাজিমাত দিয়াজের। ২০১৬ সালে রিও অলিম্পিকে রুপা জিতেছিলেন তিনি। ফিলিপাইনের দ্বিতীয় অ্যাথলেট হিসেবে দুই অলিম্পিকে পদক জয়ের কীর্তিও এখন তার।

দিয়াজ হারিয়েছেন চায়নার বিশ্বরেকর্ডধারী লিয়াও কিউইয়ুনকে। লিয়াও ২২৩ কেজির টার্গেট ছুঁড়ে দেন দিয়াজকে। লক্ষ্য ছাপিয়ে বিশ্বরেকর্ড গড়েন এই ফিলিপাইনের ক্রীড়াবিদ। ফলে লিওয়াকে সিলভার নিয়ে খুশি থাকতে হয়েছে। আর ব্রোঞ্জ জিতেছেন কাজাখস্তানের জুলফিয়া সিনশানলো।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *