আন্তর্জাতিক

অর্ধশতাধিক বছর গোসল না করা ইরানের সেই ব্যক্তি মারা গেছেন

অর্ধশতাধিক বছর ধরে গোসল না করা ইরানের সেই আমু হাজি মারা গেছেন। বিশ্বের সবচেয়ে ‘নোংরা ব্যক্তি’ হিসেবে গণমাধ্যমে উঠে এসেছিল তার নাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

বুধবার (২৬) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফারসে বসবাস করতেন আমু হাজি। পানি ও সাবান ব্যবহার করলে অসুস্থ হয়ে পড়বেন, এই ভয়ে তিনি ৫০ বছরেরও বেশি সময় গোসল করেননি। গ্রামের লোকজন বেশ কয়েকবার তাকে গোসল করানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, কয়েক মাস আগে গোসল করতে রাজি জন আমু। আর গোসল করার পর পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর কয়েক মাস অসুস্থ থাকার পর গত রোববার মারা যান।

তেহরান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, বছরের পর বছর গোসল না করায় আমু হাজির ত্বকে পরিবর্তন আসে, চামড়ায় পুঁজের আস্তরণ তৈরি হয়। তার পছন্দের খাবারের মধ্যে ছিল পচা মাংস ও সজারু। গোসল করার জন্য চাপ দেওয়া হলে বা পরিষ্কার পানি পান করতে বললে তিনি মন খারাপ করতেন।

আমু হাজির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। যেখানে তাকে একসঙ্গে চারটি সিগারেট টানতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *