নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: অর্থপাচারকে হাল্কাভাবে দেখার সুযোগ নেই বলে পর্যবেক্ষণ দিয়েছে আপিল বিভাগ। আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এমন পর্যবেক্ষণ দিয়ে বলেন, এ ধরনের অপরাধ বাড়ছে।
পরে ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেফতার রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক জয় গোপাল সরকারকে পৃথক চার মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করে আপিল বিভাগ।
একইসঙ্গে মামলাগুলো এক বছরের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গত ১৮ আগস্ট ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেফতার রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক জয় গোপাল সরকারকে পৃথক চার মামলায় জামিন দেন হাইকোর্ট।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ ওইদিন এ রায় দেন।
ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর গেন্ডারিয়ায় এনু-রুপনের বাড়িতে অভিযান চালায় র্যাব।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, “এই যে অর্থ পাচার, এই টাকাটা তারা কোনও ভাল কাজে ব্যবহার করে না। দুর্নীতিগ্রস্ত টাকা দিয়ে তারা সন্ত্রাসীদের অর্থায়ন করে, বিভিন্ন খাতে অর্থায়ন করে। এই কারণে আদালত এ বিষয়টি কখনও হাল্কাভাবে দেখে না। আদালত এটাকে সব সময় শক্তভাবে দেখেন।”
আরো পড়ুন: