প্রচ্ছদ

পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মমতা

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সাম্প্রতিক উপনির্বাচনে জয়লাভের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে লেখা ড. মোমেনের অভিনন্দনবার্তার উত্তরে এ ধন্যবাদ জানান তিনি।

বাংলাদেশ অত্যন্ত কাছের উল্লেখ করে মমতা বলেন, ‘ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে চিন্তা-চেতনা-মননে আমরা একে অপরের অত্যন্ত আপন।’ এই সুসম্পর্ক আগামী দিনে খুবই যত্নের সঙ্গে তিনি লালন করবেন বলে চিঠিতে উল্লেখ করেন মমতা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার মানুষ বরাবর আমাদের ওপর আস্থা রেখেছেন, আবার রাখলেন। জনগণের এই ভরসা ও ভালোবাসাকে আমরা যোগ্য সম্মান দেবো। সুখে-দুঃখে সবসময় পাশে থাকব।’

মমতা বন্দ্যোপাধ্যায় ড. মোমেন ও তার পরিবারের সদস্যদের পূজার আগাম শুভেচ্ছা জানান।

আরো পড়ুন: 

উপ-নির্বাচনে জয়ী হওয়ায় মমতাকে অভিনন্দন জানালেন পররাষ্ট্রমন্ত্রী

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *