সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সক্রিয় নন জাতীয় নারী ক্রিকেট দলের তারকা ক্রিকেটার রুমানা আহমেদ। কিন্তু হুট করেই শনিবার (৫ আগস্ট) রাতে তিনি এক স্ট্যাটাস দেন ফেসবুকে। আর তাতেই শুরু হয়েছে গুঞ্জনের। গুঞ্জনটা রুমানার অবসর নিয়ে।

নিজের ফেসবুকে একটি ‘নো মোর ক্রিকেট’ লিখে স্ট্যাটাস দেন তিনি। বাংলায় যার অর্থ দাঁড়ায় ‘আর ক্রিকেট না’। আর তাতেই জাতীয় দলের সাবেক এই অধিনায়কের ক্রিকেট থেকে বিদায়ের গুঞ্জন শুরু হয়।

তবে জাতীয় দলের স্পিন বোলিং এই অলরাউন্ডারকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আপাতত এ নিয়ে কিছু বলতে চাচ্ছি না আমি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করব বিষয়টি।’

সর্বশেষ নারী দলের দুই সিরিজে রুমানা ছিলেন না স্কোয়াডে। ফিটনেসসহ বেশকিছু ইস্যুতে দল থেকে বাদ পড়তে হয় তাকে।

শ্রীলঙ্কা সফরের দলে বাদ পড়ার পর সেটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন রুমানা। তবে বিশ্রামের অজুহাতে তাকে বাদ দেওয়া হলেও পরিবর্তিতে এ বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বোর্ডের পক্ষ থেকে। এরপর ভারতের বিপক্ষে সিরিজে দলে জায়গা না হওয়ায় হতাশ ছিলেন রুমানা।

৫০ ওয়ানডেতে ৯৬৩ রান, শিকার করেছেন ৫০ উইকেট। ৮৪ টি-টোয়েন্টিতে ৮৫৪ রান এবং ৭৫ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *