স্বাস্থ্য

অবশেষে রাঙামাটিতে চালু হলো সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: দীর্ঘ অপেক্ষার পর রাঙামাটি জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের সেবা চালু হয়েছে। পাশাপাশি ২৪ শয্যার আইসোলেশন সেন্টারেরও উদ্বোধন করা হয়েছে। করোনার রোগীদের জন্য গুরুত্বপূর্ণ এই দুই বিভাগ চালুর ফলে সদর হাসপাতালের রোগীরা স্বস্তি প্রকাশ করেছেন। আর এতে করোনা রোগীদের সব ধরনের চিকিৎসার সুবিধার কথা জানালেন হাসপাতালের আবাসিক চিকিৎসক। রাঙামাটির সাত লাখ মানুষের আধুনিক চিকিৎসার একমাত্র ভরসা এই হাসপাতাল।

গত বছরের মার্চে করোনার ঊর্ধ্বগতির পর রাঙামাটিতে করোনা রোগীদের জন্য স্বাস্থ্যসেবা বলতে তেমন কিছু ছিল না। করোনা রোগীদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেন, হাসপাতাল কর্তৃপক্ষ গত দেড় বছর সিলিন্ডারের মাধ্যমে সেই সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে গেছে। হাইফ্লো অক্সিজেন রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হতো। এসব রোগীদের চট্টগ্রামে রেফার করা হতো। অনেকেই চিকিৎসার অভাবে মারাও গেছেন।

অবশেষে সদর হাসপাতালের পাশেই বসানো হয়েছে প্লান্টের লিকুইড ট্যাংক। যেখানে থেকে লাইন গেছে হাসপাতালের প্রতি ফ্লোরে, প্রতি বেডে। পাশাপাশি করোনা রোগীদের নিবিড় সেবা প্রদানের জন্য হাসপাতালের অপর পাশে চালু হয়েছে ২৪ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার।

দুর্গম জুরাছড়ি উপজেলা থেকে আসা রবিন চাকমা বলেন, ‘আমার অসুস্থ ছেলেকে জুরাছড়ি থেকে রাঙামাটি হাসপাতালে সকালে নিয়ে আসি এবং এখানে অক্সিজেন সেবা পাওয়ায় আমি খুশি। আমরা গরিব মানুষ আমাদের পক্ষে কোনও রোগীকে চট্টগ্রাম নিয়ে চিকিৎসা করানো সম্ভব না।’

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানান, কোভিড ছাড়াও হাসপাতালে অক্সিজেন সমস্যা ছিল। আজ থেকে সামগ্রিকভাবে অক্সিজেন ব্যবস্থার সমাধান হলো। এখন থেকে সব ধরনের রোগীদের অক্সিজেন সেবা দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে কোভিড রোগীদের দূরে আলাদা ভবনে রাখতে হতো। দূরে রাখতে গিয়ে নানান সমস্যায় পড়তে হতো। হাসপাতালের অপর পাশে চালু হয়েছে ২৪ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, ‘করোনা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে একটি ২৪ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার নির্মাণ করা হয়েছে। জেলাবাসীর স্বাস্থ্যসেবার জন্য যা যা করার তার সবকিছুই করার চেষ্টা করবো আমরা।’

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, ‘পাহাড়ি জেলা হিসেবে অনেকটা পিছিয়ে ছিল রাঙামাটি। একই দিনে অক্সিজেন প্লান্ট চালু এবং করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার জন্য ২৪ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার চালু হলো। এতে পার্বত্যবাসী উন্নত চিকিৎসা সেবায় আরেকটু এগিয়ে গেলো। আরও কিছু সমস্যা আছে, সেই সমস্যা সমাধানে আমরা কাজ করছি।’

আরো পড়ুন:

৯৯৯-এ কল পেয়ে দেয়াল ভেঙে নারীকে উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *