ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: অস্ট্রেলিয়ার মেলবোর্নের মানুষ লকডাউনকে বিদায় জানালো অবশেষে। করোনা মহামারির মধ্যে বিশ্বে সবচেয়ে বেশি দিন লকডাউনে থাকা শহর হলো এটি। অবশেষে ছয় দফায় ২৬২ দিনের অপেক্ষা শেষ হলো শহরটির বাসিন্দাদের।
ভিক্টোরিয়া রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যানড্রিউস স্থানীয় সময় রোববারই (১৭ অক্টোবর) লকডাউন সমাপ্তির ঘোষণা দিয়েছিলেন। সেসময় তিনি বলেন, বৃহস্পতিবার (২১ অক্টোবর) ১১ টা ৫৯ মিনিট থেকে আর কোনো লকডাউন নয়, কোনো কারফিউ নয়, বাড়ি থেকে বের হতে কোনো বাধা নেই।
ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নের ৫০ লাখ মানুষ ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে ঘরবন্দি ছিলেন। লকডাউন তুলে নেওয়ায় এবার তারা শ্বস্তির নিঃশ্বাস ফেলছেন। চারিদিকে যেন খুশির আমেজ। রাস্তায় বের হয়ে, ক্যাফেতে বা বারে বসে লকডাউন সমাপ্তি উদযাপন করছেন অনেকেই।
অস্ট্রেলিয়া কোভিড-শূন্য কৌশলকে কাজে লাগিয়ে মহামারিতে সাফল্য লাভ করেছে। দেশটির কর্তৃপক্ষ বলছে, এখন করোনাকে সঙ্গে নিয়ে বসবাস করলেও সমস্যা নেই। কারণ এরই মধ্যে ৮০ শতাংশ লোককে পুরোপুরি টিকার আওতায় আনা গেছে।মেলবোর্নের ৭০ শতাংশ মানুষকে দুই ডোজ টিকা দেওয়া সম্পন্ন হওয়ার কথা জানা গেছে।
করোনা ঠেকাতে শুরু থেকেই সাফল্য দেখিয়েছিল অস্ট্রেলিয়া কিন্তু পরবর্তীতে ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ে দেশটির বিভিন্ন রাজ্যে। আবারও কয়েক দফায় লকডাউন বাড়ানো হয়। এতে ক্ষিপ্ত হয় সাধারণ মানুষ। লকডাউন-বিরোধী বিক্ষোভ কর্মসূচিও পালন করে তারা।
অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন শহরে লকডাউন-বিরোধী বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। পুলিশের সঙ্গে সংঘর্ষও বাধে তাদের। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দেশটির আইনশঙ্খলা রক্ষাবাহিনী।
আরো পড়ুন:
৮ দেশের নাগরিকদের কোয়ারেন্টাইন ছাড়াই সিঙ্গাপুর ভ্রমণের সুযোগ