ক্যারিয়ার প্রতিবেদক, ধূমকেতু ডটমক: বাংলাদেশ ব্যাংক তিনটি পদে নিয়োগের জন্য পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। ব্যাংকটিতে অফিসার পদে মোট ২৮ জনকে নিয়োগ দেওয়া হবে। যারা আগে আবেদন করেছিলেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তবে যারা আগে আবেদন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারেননি, তারা প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ পাবেন।
পদের নাম
অফিসার
পদের সংখ্যা
পুরকৌশল ৬টি, তড়িৎকৌশল ১৪টি, যন্ত্রকৌশল ৮টি
যোগ্যতা
সংশ্লিষ্ট বিষয়ে যেকোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তদূর্ধ্ব কোনো পর্যায়ের পরীক্ষায় কমপক্ষে একটি প্রথম শ্রেণি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ থাকা যাবে না।
বেতন
১৬০০০-৩৮৬৪০ টাকা। অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে প্রদান।
আবেদনের নিয়ম
বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php থেকে আবেদন করা যাবে।
আবেদনের বয়সসীমা
করোনা ছড়িয়ে পড়ার কারণে বন্ধ ছিল চাকরির অনেক নিয়োগ ও পরীক্ষা। গত বছরের ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৫ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।
আবেদনের শেষ সময়: আগ্রহীরা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: