অফিশিয়াল ট্রেলারে ত্রুটি থাকবে না, জানালেন শুভ
সিনেমাটির ট্রেলার বানানো হয়েছে শুধু কান চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে আর অফিশিয়াল ট্রেলারে ত্রুটি থাকবে না, জানালেন শুভ। খুব শিগগির অফিশিয়াল ট্রেলার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নাম ভূমিকায় অভিনয় করা আরিফিন শুভ। রবিবার রাতে কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
কালের কণ্ঠকে আরেফিন শুভ বলেন, ‘মাত্র ১৩ দিন হাতে রেখে এই ট্রেলারটি বানানো হয়েছে। আর ভিএফএক্স-এর কাজ করা হয়েছে ১০ দিন।
এটি শুধু কান চলচ্চিত্র প্রদর্শনের জন্যই বানানো হয়েছে। অফিশিয়াল ট্রেলার প্রকাশ করা হবে কিছুদিনের মধ্যেই। ‘
বিশ্বের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর “মুজিব : দ্য মেকিং অফ আ নেশন” সিনেমাটির ট্রেলার প্রদর্শন হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা রকম প্রতিক্রিয়া তৈরি হয়। জন্ম নেয় আলোচনা সমালোচনার।
বিষয়টি নিয়ে কথা বলার জন্য ‘মুজিব’ চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ’র সঙ্গে যোগাযোগ করা হয়। ফ্রান্সের প্যারিস থেকে মুঠোফোনে কালের কণ্ঠকে আরিফিন শুভ বলেন, ‘সিনেমাটির এখনো পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। কানে ট্রেলার প্রকাশের উদ্যোগ নেওয়া হলে মাত্র ১৩ দিন হাতে সময় নিয়ে এটি বানানো হয়। আর ভিএফএক্স-এর জন্য মাত্র ১০ দিন সময় নেওয়া হয়। যার ফলে কিছুটা ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। ‘
বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেতা বলেন, ‘বলতে গেলে রান্না বান্না চলছে। এরপরেই আসলে কী রান্না হলো তা বোঝা যাবে। যেহেতু বিশাল ক্যানভাসে কাজটা হচ্ছে তাই পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হতে এখনো দুই মাস সময় লাগবে। এরইমধ্যে আমরা অফিশিয়াল ট্রেলার প্রকাশের ব্যাপারে প্রস্তুতি নেব। ‘
অফিশিয়াল ট্রেলারে এসব ত্রুটি বিচ্যুতি থাকবে না, এমনকী ডাবিংয়ে যেসকল সমস্যা রয়েছে সেসব ঠিক হয়ে যাবে বলেও জানান এই অভিনেতা।
ট্রেলার প্রকাশের অনুভূতি জানিয়ে শুভ বলেন, ‘ট্রেলার প্রকাশের দিন দেশি বিদেশি অনেকেই উপস্থিত ছিলেন। সকলেই প্রশংসা করেছেন। বিদেশি চলচ্চিত্র সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন, ট্রেলার প্রকাশ পরবর্তী পার্টির পরেও অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন, জেনেছেন বঙ্গবন্ধু সম্পর্কে। বঙ্গবন্ধু সম্পর্কে এমনসব তথ্য তাদের বিস্মিত করেছে। ‘
জাতিরজনক বঙ্গবন্ধুকে নিয়ে বায়োপিক “মুজিব : দ্য মেকিং অফ আ নেশন” চলচ্চিত্রটি বানিয়েছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। শ্যাম বেনেগাল এর আগে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র বসু ও সত্যজিৎ রায়কে নিয়ে সিনেমা বানিয়েছেন। ‘মুজিব : একটি জাতির রূপকার’ নির্মাণের মাধ্যমে এক যুগ পর আবার বায়োপিক নির্মাণে তিনি।