আন্তর্জাতিক

অপ্রত্যাশিত গতিতে ছড়াচ্ছে ওমিক্রন

অপ্রত্যাশিত গতিতে ছড়াচ্ছে ওমিক্রন

অপ্রত্যাশিত গতিতে ছড়াচ্ছে ওমিক্রন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন গোটা বিশ্বেই অপ্রত্যাশিত গতিতে ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে।

ইতোমধ্যে ৭৭টি দেশে ওমিক্রনের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও এর চেয়ে বেশি দেশে তা ছড়িয়েছে বলে মনে করেন ডব্লিউএইচওর প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস।

নতুন করোনাভাইরাস মানবদেহে সংক্রমণের পর অসংখ্যবার রূপবদল করলেও এক বছরের বেশি সময় পর ডেল্টা ভ্যারিয়েন্টই মহামারীর মাত্রা ভয়াবহ করে তোলে। ডেল্টা এখনো উর্ধে!

এরপর কোভিড টিকা যখন মহামারী নিয়ন্ত্রণের আশা দেখাচ্ছে, তখন গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় ধরা পড়ে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন।

বাংলাদেশে ইতোমধ্যে ওমিক্রনের দুজন রোগী শনাক্ত হয়েছে। নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে যুক্তরাজ্য।

এই ওমিক্রন যে কতটা দ্রুত ছড়াচ্ছে, এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে!

জেনিভায় এক সংবাদ সম্মেলনে জানা গিয়েছে, জানা তথ্যের বাইরেও অনেক দেশে ওমিক্রন সংক্রমণ ঘটে থাকতে পারে, যা এখনও শনাক্ত হয়নি। ওমিক্রন ঠেকানোর কাজটি যে ঠিকভাবে হচ্ছে না, তা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন গেব্রিয়েসুস।

“এখন পর্যন্ত যা জানা গেছে, তাতে বলা যায় সত্যিকার অর্থেই আমাদের বিপদ আরও বাড়িয়ে তুলেছে। যদি ওমিক্রনে রোগীদের অসুস্থতা মারাত্মক নাও হয়, তাতেও এটা যে হারে সংক্রমণ ঘটাচ্ছে, তাতে স্বাস্থ্য ব্যবস্থার উপর বড় চাপ তৈরি করতে পারে।”

ওমিক্রনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টও আক্রান্ত হয়েছেন। তবে এতে আক্রান্ত রোগীদের লক্ষণ-উপসর্গ মৃদু থাকার কথা জানিয়েছেন দেশটির চিকিৎসকরা। ওমিক্রন ঠেকাতে বিভিন্ন দেশ ভ্রমণ নিষেধাজ্ঞাগুলো ফিরিয়ে আনলেও এর বিস্তার ঠেকানো যায়নি।

এই পরিস্থিতিতে উন্নত দেশগুলো টিকার বুস্টার ডোজের পথে হাঁটলেও গেব্রিয়েসুস উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বব্যাপী টিকার বৈষম্যের চিত্র নিয়ে।

যারা এখনও টিকার প্রাথমিক ডোজের অপেক্ষায় রয়েছে, তাদের অধিকতর ঝুঁকিতে থাকা অনেককে ঝুঁকির মধ্যে ফেলে রাখা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বরাবরই বলে আসছে, শুধু নিজেরা টিকা নিয়ে বাকিদের টিকাহীন রেখে এই মহামারী নির্মূল করা যাবে না। আমাদের যথেষ্ট সতর্কতাই পারে এই করোনা ভাইরাস থেকে পরিত্রান পেতে সাহায্য করতে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *