ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক। রোমান্টিক অভিনয়ের জাদুতে জয় করে নিয়েছেন দর্শকের মন। অভিনয়ের পাশাপাশি বেশ আড্ডা প্রিয়ও এই অভিনেতা। সুযোগ পেলেই বন্ধুদের সঙ্গে গানে গানে আড্ডায় মেতে ওঠেন। আর সেই ভিডিওগুলো অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়।
রোববার (৫ নভেম্বর) দুপুরে অপূর্ব তার ভেরিফাইড ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। ২ মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিও প্রকাশ হওয়ার পরপরই প্রশংসার সাগরে ভাসতে থাকেন অপূর্ব।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গেট-টুগেদার অনুষ্ঠানে গানের আসর বসেছে। সেখানে গিটার বাজাচ্ছেন অভিনেত্রী নাদিয়ার স্বামী অভিনেতা ফারুক সোবাহান নাঈম।
গিটারে তোলা কর্ডের ছন্দে গান গাইছেন অভিনেতা অপূর্ব। জনপ্রিয় গায়ক আব্দুল জব্বারের গাওয়া বাংলা সিনেমা ‘সারেং বউ’-র গান ‘ওরে নীল দরিয়া’।
অপূর্ব গানটি এত সুন্দর করে গাইছিলেন যে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও মন্ত্রমুগ্ধের মতো তার গান শুনছিলেন। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি রেকর্ড করছিলেন এ সুন্দর মুহূর্তকে।