জাতীয়সর্বশেষ

অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ ২০ থেকে ২৫ মার্চ

অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ ২০ থেকে ২৫ মার্চ

অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ ২০ থেকে ২৫ মার্চ, জানালেন রেলমন্ত্রী। তবে ওই সময়ে কাউন্টারে টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ সোমবার সকালে রেলভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, ২০০৭ থেকে ট্রেনের অনলাইন টিকিট বিক্রি করছে কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম (সিএনএস)।

তাদের সঙ্গে আমাদের ১৫ বছরের চুক্তি ছিল। যা শেষ হচ্ছে আগামী ২০ মার্চ। এরপর আমরা নতুনভাবে টেন্ডার করি। সেই টেন্ডারে কাজ পেয়েছে রাইড শেয়ারিং কম্পানি সহজডটকম।

তিনি আরো জানান, যেহেতু ২০ মার্চ কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেমের মেয়াদ শেষ হচ্ছে। সেহেতু এখন থেকে ট্রেনের টেকিট বিক্রি করবে সহজ। তাদের অভ্যন্তরীণ সেটআপের জন্য ৫ দিন সময় নিয়েছে। ২৬ তারিখ থেকে তারা ট্রেনের টিকিট বিক্রি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *