নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: অনন্যা প্রতিবছরের মতো এবারও বর্ষব্যাপী আলোচিত-আলোকিত দশ কৃতি নারীকে সম্মাননা দেবে। এজন্য অনন্যা শীর্ষদশ সম্মাননা-২০২০ প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেশের ১০ জন বিশিষ্ট নারীকে অনন্যা শীর্ষদশ সম্মাননা দেওয়া হবে।
এবার যে ১০ জন নারী অনন্যা শীর্ষদশ সম্মাননা পাচ্ছেন তারা হলেন- রাজনীতিতে কামরুন্নাহার জাফর, উদ্যোক্তা হিসেবে ফরিদপুরের শাহীদা বেগম, প্রযুক্তি খাতে লাফিফা জামাল, কৃষি খাতে সাতক্ষীরার অল্পনা রানী মিস্ত্রী, নাট্যনির্মাণ বিভাগে চলচ্চিত্র পরিচালক, শিল্প নির্দেশক ও ছোটপর্দার জনপ্রিয় নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী, কর্পোরেট পেশায় স্বপ্না ভৌমিক, বিজ্ঞানে সেঁজুতি সাহা, অধিকারকর্মী হিসেবে বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার নারী তাসনুভা আনান, ক্রীড়া অঙ্গণে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ‘অটোমেটিক চয়েজ’ জাহানারা আলম এবং লোক-ঐতিহ্যে কুষ্টিয়ার মেয়ে মঞ্জুরীন সাবরীন চৌধুরী রূপন্তী।
আগামী ২৮ ডিসেম্বর বিকেল ৪টায় রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে ‘অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০২০’ অনুষ্ঠানের মাধ্যমে এই আলোকিত দশ কৃতি নারীকে সম্মাননা দেওয়া হবে।
১৯৯৩ সাল থেকে অনন্যা শীর্ষদশ সম্মাননা দেওয়া হচ্ছে। প্রতিবছর নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেশের ১০ জন বিশিষ্ট নারীকে এই সম্মাননা দেওয়া হয়।
আরো পড়ুন:
লাইফস্টাইল অ্যাওয়ার্ড দেওয়া হবে নারী উদ্যোক্তাদের