বিনোদন প্রতিবেদক, ধূমকেতু বাংলা: হলিউড তার জন্য অপেক্ষা করে বসেছিল। তিনিই সাড়া দিয়ে উঠতে পারেননি। বলিউডের কূলীন পরিবারে জন্ম। রাজ কপূর তার দাদু। বাবা ঋষি কপূর। অভিনয় রণবীর কপূরের রক্তে। যদিও রণবীরের সমালোচকরা তার প্রতিভা দেখেই তাঁকে দেশের সেরা অভিনেতাদের সারিতে রাখেন।
একের পর এক ভাল সিনেমা করেছেন। পর পর হিট ছবি উপহার দিয়েছেন বলিউডকে। সেই রণবীর নাকি হলিউডকে ভয় পেয়েছিলেন।
এমনই জোরালো সেই ভয় যে হলিউডে একটি ব্লকবাস্টার ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েও তা করতে চাননি তিনি।
হলিউডের ছবি দেখেছেন অথচ ‘স্টার ওয়ার্স’ সিরিজের নাম শোনেননি এমন সিনেমাপ্রেমীর বিরল। রণবীরের কাছে সেই ছবিতেই অভিনয়ের প্রস্তাব আসে।
‘ইন্ডিয়ানা জোনস’ খ্যাত পরিচালক জর্জ লুকাস, ‘মিশন ইমপসিবল’, ‘আর্মাগেডন’ খ্যাত জে জে আব্রাম, ‘ওয়ান্ডার উওম্যান’-এর পরিচালক প্যাটি জেনকিনসরা ‘স্টার ওয়ার্স’ পরিচালনা করেছেন। রণবীরকে ওই সিরিজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়।
রণবীর অবশ্য সেই প্রস্তাব গ্রহণ করেননি। জানিয়ে দিয়েছিলেন তিনি আগ্রহী নন।
বলিউড অভিনেতাদের অনেকেই হলিউডে কাজ করেছেন। অমিতাভ বচ্চন, ইরফান খান, ঐশ্বর্য রাই বচ্চন, প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের মতো অনেকেই আন্তর্জাতিক খ্যাতির মঞ্চ ছুঁয়ে এসেছেন।
রণবীরের কাছেও সুযোগ এসেছিল। তার পরও সেই সুযোগ কেন নেননি তিনি?
এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন, তিনি অডিশন দিতে ভয় পেতেন। হলিউডের ছবির অডিশনে যদি খারাপ কিছু করে ফেলেন এই ভয়েই নাকি ‘স্টার ওয়ার্স’-এর প্রস্তাব ফেরান রণবীর।
স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, রণবীর কি তবে নিজের অভিনয় প্রতিভা নিয়ে আত্মবিশ্বাসী নন। রণবীর অবশ্য বলেছেন, তিনি বরং বিষয়টি অন্য ভাবে দেখতে চান।
তার কথায়, ‘‘তখন আমার নিজের প্রতিভার উপর ভরসা ছিল না। আর এখন ভাবি, ভালই হয়েছে করিনি। বরং অয়ন (মুখেপাধ্যায়, বলিউড পরিচালক) যা করছে, তা অনেক বেশি প্রশংসনীয়। দেশে নিজের মতো করে ‘স্টার ওয়ার্স’ বানাচ্ছে ও। আমার তো মনে হয় ও জেজে আব্রাম এবং লুকাসের থেকে কোনও অংশে কম নয়।’’
পরিচালক অয়নের পরবর্তী ছবি ‘ব্রহ্মাস্ত্র’ আগামী বছর অর্থাৎ ২০২২-এর ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে। কল্পবিজ্ঞান নির্ভর এই সিনেমার গল্প কিছুটা হলিউডের ‘স্টার ওয়ার্স’ থেকেই অনুপ্রাণিত বলে মত ফিল্ম বিশেষজ্ঞদের একাংশের।
ছবিতে রণবীরকে দেখা যাবে মুখ্য চরিত্র শিবার ভূমিকায়। তার সঙ্গে ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, আলিয়া ভট্ট এবং আরও অনেকে। ‘ব্রহ্মাস্ত্র’-এর কথা বলে রণবীর বলেছেন, এই যে আমরা আমাদের নিজেদের ‘স্টার ওয়ার্স’ বানাচ্ছি, এর থেকে ভাল কি আর কিছু হতে পারত!
আরো পড়ুন: