স্বাস্থ্য

অক্সিজেন জেনারেটর বসছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: অক্সিজেন সরবরাহ বাড়াতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বসানো হচ্ছে অক্সিজেন জেনারেটর। এর ফলে রোগীদের সহজেই অক্সিজেন সুবিধা দেওয়া যাবে।

জানা যায়, প্রতি মিনিটে ৫০০ লিটার উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ জেনারেটর বসানোর কাজ কয়েক মাসের মধ্যে সম্পন্ন হবে। এরই মধ্যে জেনারেটরটি স্থাপনের জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে। এ কাজটি সম্পন্ন করবে বেসরকারি মেডিক্যাল যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান এনিফকো হেলথ কেয়ার।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, অক্সিজেন জেনারেটর বসানো হলে তরল অক্সিজেনের খরচ কমবে। মিনিটে ৫০০ লিটার অক্সিজেন উৎপাদন হলে কম অক্সিজেন প্রয়োজন হওয়া রোগীদের সাপোর্ট দেওয়া যাবে। এতে তরল অক্সিজেনের ওপর চাপ কমবে।

আরো পড়ুন:

ফাইজারের টিকা ১২-১৫ বয়সীদের শরীরে দীর্ঘ মেয়াদে কার্যকর

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *