নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবা‌য়দুল কা‌দের বলেছেন, আগামী অক্টোবর মাসে দক্ষিণাঞ্চলের পদ্মা সেতু হিসেবে পরিচিত পায়রা সেতু সবার জন্য খুলে দেওয়া হবে। ইতোমধ্যে সব নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্টোবরের যে কোনো দিন সেতুটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন। আজ বুধবার বরিশাল বিভাগের ১১টি সেতুর ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্ধা‌রিত সম‌য়ের ম‌ধ্যে কাজ শেষ করার সংস্কৃ‌তি শুরু করতে হ‌বে। কা‌জের মান ঠিক রে‌খে কা‌জগু‌লো গ‌তিসম্পন্ন কর‌তে হ‌বে। ইতোমধ্যে পি‌রোজপু‌রের ‌বেকু‌টিয়া সেতুর ৭৫ শতাংশ কাজ শেষ হ‌য়ে‌ছে। পাশাপাশি নলুয়া-বা‌হেরচর সেতু এ‌কনে‌কে পাশ হ‌য়ে‌ছে।

উদ্বোধন‌ হওয়া সেতুগু‌লো হ‌লো- ব‌রিশা‌লের রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদি-হিজলা সড়‌কের ২৮ দশ‌মিক ৭৮ মিটার দৈ‌র্ঘ্যের বাবুগঞ্জ সেতু, ৩১ দশ‌মিক ৮২৮ মিটার দৈ‌র্ঘ্যের খা‌শেরহাট সেতু, ৩১ দশ‌মিক ৮২৮ মিটার দৈ‌র্ঘ্যের নবা‌বের হাট সেতু, ৩১ দশ‌মিক ৮২৮ মিটার দৈ‌র্ঘ্যের কাউ‌রিয়া সেতু, ২৫ দশ‌মিক ৭৪ মিটার দৈ‌র্ঘ্যের খা‌শেরহাট সেতু, ব‌রিশাল-ঝালকা‌ঠি-ভান্ডা‌রিয়া-‌পি‌রোজপুর আঞ্চ‌লিক মহাসড়‌কের ৪৪ দশ‌মিক ২ ‌মিটার দৈ‌র্ঘ্যের গুরুধাম সেতু, কাঁঠা‌লিয়া (বান্দাঘাটা)-‌কৈখালী-বনাইহাট সড়‌কের ৬৯ দশ‌মিক ৮৯৮ মিটার দৈ‌র্ঘ্যের তফ‌সের খেয়াঘাট সেতু।

এছাড়া ভোলার পারানতালুকদারহাট-বোরহানউদ্দিন-লাল‌মোহন-চরফ্যাশন-চরমা‌নিকা আঞ্চ‌লিক মহাসড়‌কে ৪৪ দশ‌মিক ২ মিটার দৈ‌র্ঘ্যের বাংলার জার সেতু, দেবীরচর-না‌জিরপুর-লাল‌মোহন-মঙ্গল‌সিকদার-তজুমু‌দ্দিন আঞ্চ‌লিক মহাসড়‌কে ৪৪ দশ‌মিক ২ মিটার দৈ‌র্ঘ্যের দেবীরচর সেতু, ‌পি‌রোজপুরের চরখালী-তুষখালী-মঠবা‌ড়িয়া-পাথরঘাটা সড়‌কে ৬৩ দশ‌মিক ৭৯৮ মিটার দৈ‌র্ঘ্যের হেতা‌লিয়া সেতু, চরখালী-তুষখালী-মঠবা‌ড়িয়া-পাথরঘাটা সড়‌কের ৭৫ দশ‌মিক ৯৭৮ মিটার দৈ‌র্ঘ্যের মাদারসী সেতু। উদ্বোধন অনুষ্ঠা‌নে ব‌রিশাল প্রা‌ন্তে উপ‌স্থিত ছি‌লেন- সড়ক ও জনপথ বিভা‌গের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তারেক ইকবাল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথসহ অন্যরা।

আরো পড়ুন:

সৌরশক্তিতে আলোকিত পায়রা সেতু চালু হবে অক্টোবরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *