শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
spot_img
Homeপ্রচ্ছদ৭০% ডিস্কাউন্ট কিউকম মেগা ব্লাস্ট অফার!

৭০% ডিস্কাউন্ট কিউকম মেগা ব্লাস্ট অফার!

বাংলাদেশের অন্যতম ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম এর ভিন্ন রকম এক অফার ‘মেগা ব্লাস্ট’ যেখানে ক্যাশ অন ডেলিভারিতে ৭০% পর্যন্ত ডিস্কাউন্ট চলবে আগামী ২৮ আগস্ট থেকে ১০ই সেপ্টেম্বর পর্যন্ত । ক্রেডিট কার্ড, ডেভিড কার্ড, বিকাশ ও নগদে পেমেন্ট করলেও থাকছে এক্সট্রা ডিস্কাউন্ট। কাস্টমারগণ তাদের প্রয়োজনীয় সকল ধরনের পন্য সামগ্রী পাবেন সবচাইতে কম দামে। 

বাংলাদেশের টপ ব্র্যান্ডের বেস্ট প্রোডাক্টের এক বিশাল কালেকশন রয়েছে এই অফারের মধ্যে। এছাড়াও ভাগ্যবান কাস্টমারগণ পাবেন সারপ্রাইজ গিফট।

মেগা ব্লাস্ট অফার টি বিশেষ করে চাকুরিজীবিদের কথা ভেবে তাদের নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রি দিয়ে সাজানো হয়েছে। বিশেষ করে গ্রোসারি আইটেম যেমন চাল, ডাল, তেল, মশলা ইত্যাদি অর্থাৎ মাসের বাজারের জন্য যা যা প্রয়োজন সকল পণ্যই পাওয়া যাবে সবচাইতে কম দামে।

এছাড়াও মেগা ব্লাস্ট অফারের মধ্যে রয়েছে ফ্যাশন এন্ড লাইফস্টাইল প্রোডাক্ট যেমন সালোয়ার কামিজ, শাড়ি, ওয়েস্টার্ন ড্রেস সহ সকল ধরনের ফ্যাশন ড্রেস। থাকবে মেয়েদের জুয়েলারি আইটেম ও দেশি বিদেশি উন্নতমানের কসমেটিকস প্রোডাক্ট।

এই অফারের আওতায় বিশেষভাবে গেজেট প্রোডাক্টের উপর বিশেষ মূল্য ছাড় দেয়া হয়েছে। এখানে পাবেন স্মার্ট ওয়াচ, স্মার্টফোন, হেডফোন ও মোবাইল এক্সেসরিজ বিশেষ মূল্য ছাড়ে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments