রবিবার, অক্টোবর ১, ২০২৩
spot_img
Homeবাংলা গানের কথাসারাদিন তোমায় ভেবে | SARADIN TOMAY VEBE

সারাদিন তোমায় ভেবে | SARADIN TOMAY VEBE

শিরোনাম: সারাদিন তোমায় ভেবে [SARADIN TOMAY VEBE]
পার্থ বড়ুয়া

সারাদিন তোমায় ভেবে
হল না আমার কোন কাজ
হল না তোমাকে পাওয়া
দিন যে বৃথাই গেল আজ

সারাদিন গাছের ছায়ায়
উদাসী দুপুর কেটেছে
যা শুনে ভেবেছি এসেছ
সে শুধু পাতারই আওয়াজ

হাওয়ারা হঠাত এসে জানাল
তুমি তো তুমি আমার কাছে আসবে না
এক হৃদয় হয়ে ভাসবে না
তবে কী একাই থাকব
তবে কী আমার কেউ নেই
সারাদিন যেমন কেটেছে
তেমনি কি যাবে গো সাঝ

RELATED ARTICLES

Most Popular

Recent Comments