সাকিবের জন্য বরিশালকে কারণ দর্শানোর নোটিশ
ফাইনালের আগে আনুষ্ঠানিক ফটোসেশন বাদ দিয়ে সাকিবের জন্য বরিশালকে কারণ দর্শানোর নোটিশ। বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেওয়ায় ফরচুন বরিশালকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) এ নোটিশ দেওয়ার কথা জানা গেছে।
প্রসঙ্গত, বিপিএলের বায়োবাবল ভেঙে সাকিব আল হাসান ফাইনাল পূর্ববর্তী অফিশিয়াল ফটোসেশনে না গিয়ে একটি বিজ্ঞাপণের শুটিংয়ে অংশ নেন।
বিপিএলের ফাইনালের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শেষবারের মতো মিরপুরে অনুশীলন করে ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।