শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩
spot_img
Homeবাংলা গানের কথাশোন মহাজন By Shunno From The Album Bhaago Lyrics

শোন মহাজন By Shunno From The Album Bhaago Lyrics

Title : Shono Mohajon (শোন মহাজন) – (আন-রিলিজ)
Artist : Shunno (শূন্য)
Album : Bhaago

Download : Shono Mohajon

 আমার চোখে তুমি দেখো, আমি তো দেখিনা
আমার কাঁধে দখল নিয়েও, শান্তি হলোনা,
আমার হাতে তুমি ভাঙ্গো, গড়ে ছিলাম যা
আমার কথায় তুমি বলো, ক্যামনে হলো তা..!

 

আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে?
কবে তোমার দখল থেকে, মুক্তি আমায় দেবে,
শোন মহাজন, আমি নয়তো এক জন
শোন মহাজন, আমরা অনেক জন..!!
তোমার খেলা দেখি বলে, দেখবো কি আ-জীবন
আমার খেলা শুরু হলে, রুখবে না কেউ তখন,
অনেক হলো বাদর নাচন, এবার একটু শান্ত হও
কিসের আমার ভালো-মন্দ, আমাকেই বুঝতে দাও..!
আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে?
কবে তোমার দখল থেকে, মুক্তি আমায় দেবে,
শোন মহাজন, আমি নয়তো এক জন
শোন মহাজন, আমরা অনেক জন..!!
RELATED ARTICLES

Most Popular

Recent Comments