বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩
spot_img
Homeবাংলা গানের কথাশত আশা By Shunno Lyrics

শত আশা By Shunno Lyrics

শিরোনাম: Shoto Asha (শত আশা)
ব্যান্ডঃ শূন্য (Shunno)
কথাঃ মনছুরুল আলম জামি
অ্যালবামঃ শত আশা (Shoto Asha)
ডাউনলোড লিংক: Shoto Asha

 

শত আশা শত আশা
শত আশা শত আশা

কিছু পাবার আশায়
স্বপ্নগুলো আজ সত্যির পথে
কিছু দেখাবো বলে
স্বপ্নগুলো আজ মুক্তির পথে
আজ সব পথ পেরিয়ে
শত বাধা এড়িয়ে
লক্ষ্য খুঁজতে চাই

শত আশা শত আশা
শত আশা শত আশা

আজ হাতে রেখে হাত
স্বপ্নগুলো আজ একসাথে
ভুলে যাব না বলে
স্বপ্নগুলো আজ সৃষ্টির পথে
আজ সব পথ পেড়িয়ে
শত বাঁধা এড়িয়ে লক্ষ্য খুজতে
চাই

আশাগুলো আজ আলো হয়ে
জ্বলে উঠে
আশাগুলো আজ হেসে তৃপ্তি নেয়
এতে
নেই কোন পিছু টান নেই কোন বাঁধা

শত আশা শত আশা
শত আশা শত আশা
শত আশা শত আশা

RELATED ARTICLES

Most Popular

Recent Comments